Friday, August 29, 2025

জাগো হে কলম বীর

 জাগো হে কলম বীর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
জাগো হে কলম বীর, লিখ হে সত্য বাণী,
বলো হে লক্ষ শহীদের লেখা কবিতাখানি।
অন্তরে জ্বলে স্বাধীনতার অফুরান আশা,
রক্তে সিঞ্চিত পথে ফিরে আসে মুক্তির ভাষা।

মুক্তির জন্য ত্যাগীরা দাঁড়িয়েছে দূর্গে,
তাদের সাহস আজো দেয় প্রেরণা তুঙ্গে।
শত্রুর চক্রান্ত ভাঙো, অশুভকে দাও চেতন,
কলম হোক তলোয়ার, শব্দ হোক বজ্রগর্জন।

মা–দেশের ঘরে ঘরে বাজে মুক্তির গান,
ভয়-অন্ধকার কাঁপে, শত্রু ভেঙে যায় প্রাণ।
শহীদদের স্মরণে আজ উঠুক অগ্নি প্রভাত,
জাগো হে তরুণ বীর, ভাঙো শৃঙ্খল রাত।

স্বাধীনতার পাখি উড়ুক অমোঘ বায়ুতে,
কবিতার প্রতিটি শব্দ হোক বিদ্রোহের ভঙ্গিতে।
আত্মার অগ্নি জ্বালাও, হে প্রজন্মের সৈনিক,
প্রতিটি চিৎকার হোক শত্রুর ভয়-দমন তীর্যক।

সত্যের দীপ জ্বালাও অন্ধকারে গভীরে তপ্ত,
মুক্তির কল্যাণ হোক চিরন্তন স্পন্দিত দীপ্ত।
--------------------------------------------------


No comments:

Post a Comment