রাজনীতির তন্ত্রে মন্ত্রে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ২৫-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রাজনীতির নগ্ন থাবায় স্তব্ধ হইল মানবিকতা,
বঙ্গে নিয়ত যুদ্ধ-বিগ্রহ, রক্তপাত, হানাহানি, উগ্রতা।
বন্ধুত্বের বন্ধন ভাঙে দুর্দিনে—কি ভয়ঙ্কর শত্রুতা!
রক্তক্ষয়ী দ্বন্দ্ব-সংঘাতে জাগে স্বৈরশক্তির ক্ষমতা।
মুক্তির পথে আর দেখা নাই, জনতা কম্পিত ভয়ে,
সামাজিক বন্ধন ভাঙে, তাসের ঘরের মত ক্ষয়ে।
রাজনীতির নগ্ন থাবায় জাতি আজ বিভক্তির শিখরে,
ভ্রাতা ভ্রাতাকে চেনে না, বন্ধু বন্ধুকে ভুলে স্বার্থপরে।
হিংসা-প্রতিহিংসা দাহে জাতির ধমনীর রক্তধারা,
চিরসত্যে মহামারী রাজনীতি—পরতে পরতে ছড়া।
বিশ্বাসযোগ্য কেহ নাই, স্বার্থলোভে সকল মহড়া,
স্বাধীনতার প্রদীপ নিভে যায় অমানিশার অন্ধকারে সারা।
সত্য ভাষণ কেউ দেয় না, ক্ষমতার লোভে সংকুচিত প্রাণ,
বন্ধু এখন শত্রু-সম, জাহেলী যুগের বর্বর উদ্যান।
রাজনীতির নগ্ন থাবায় মুহুর্মুহু রক্তপাতে ক্ষত,
ন্যায়-নীতিবোধের দূর্ভিক্ষে রাজনীতিবিদ শির নত।
রাজনীতির তন্ত্রে-মন্ত্রে জন্মে দুরন্ত লোভ,
চারিদিকে ধূর্তের প্রহরী, স্তব্ধ হয় বিক্ষোভ।
দেশপ্রেম আজ দুর্ভিক্ষময়, প্রতিটি প্রহরে দুর্দিন,
রাজনীতির নগ্ন থাবায় সম্প্রীতি হয় চৌচির প্রতিদিন।
স্বাধীনতার পথ অন্ধকার, মুক্তিহীন ভবিষ্যৎ ধরা,
মীরজাফরের রক্তধারা ভাসে জনতার মিছিলে সারা।
মৃত্যুঞ্জয়ী গান “আমার সোনার বাংলা” আজ বৈরাগ্যে ঢেকে,
এর চেয়ে বড় দৈন্যতা আর নাই স্বাধীন বঙ্গের বুকে।
------------------------------------------------
No comments:
Post a Comment