তুমি যদি সৎ হও
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৪-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
তুমি যদি সৎ হও বুকে হাত দিয়ে বলো-
তুমি দুর্ণীতি বাজ কোন নেতা নও- বলো?
বলো ,তুমি মহরথী -মহাবীর উন্নত মমশির,
বলো, তুমি মুক্তিযুদ্ধের মৃত্যুজয়ী অঙ্গিকার।
বলো, তোমার অধীনে নেই কোন সন্ত্রাসী চাঁদাবাজ,
নেই কোন দেশদ্রোহী মীরজাফরের কারুকাজ!
তুমি যদি সৎ হও ধরো ধরো চোর ডাকাত দস্যু
বলো ,সিন্ডিকেট সুদখোর ঘুষখোর নয় তোমার শিষ্য।
বলো, তুমি বিশ্বজয়ী মানবধিকার কর্মী মেশিনগান,
তুমি রাখবে লক্ষ শহীদের উজ্জত মান-সম্মান।
বলো, তোমার কর্মীরা তেড়ে গিয়ে করে না খুন,
যদি পারো সাবাস! সাবাস! আমি হব তোমাার গান।
পারবে হে নেতা? কোন মিথ্যে নয়, বলো নির্ভয়!
তুমি যদি সৎ হও আমি বলি তুমি জাতির সূর্যদয়।
স্বদেশ প্রেম হেলা নয়, রিপুর সঙ্গে খেলা-
তুমি যদি সৎ হও জনতা পড়াবে ফুলের মালা।
নেতা খেলে ,নষ্ট খেলা খেলে, নিষেধ কে দেয়?
নেতার সাধুতা ক্ষমতার গর্জনে আজ মৃত- প্রায়।
-------------------------------------------------
No comments:
Post a Comment