রক্তে
লিখি
কলমেঃ
মোঃ
আমিনুল
এহছান
মোল্লা
----------------------------------------
শুনেছ
কি,
হে
ভাই
আমার?
জনতার
ভূমি
বন্দী
আজ
ভার!
গিরগিটিরা শাসন
করে
চারিদিকে,
লুটে
নেয়
আশা,
লজ্জা
টিকে।
ওহে
জনতা,
ডাক
এখনই
বাজে,
বলো
বিপ্লব!
বজ্র
স্বরে
সাজে।
ক্ষোভের ঝড়
কাঁপায়
ধরণী,
অগ্নি
হৃদয়ে
আমরা
অটল
ধ্বনি।
দেখ
আজ
জনতা
জেগেছে,
ধর্মঘট
অগ্নিশিখা বেগে
রেগেছে।
ইতিহাসের প্রচ্ছদ হবে
রাঙা,
শহীদের
রক্তে
লেখা
হবে
গান
চাঙ্গা।
না
কোনো
ভয়,
না
কোনো
শৃঙ্খল,
দমন
করতে
পারবে
না
এ
জাতিকে
আর।
বিজয়,
শুধু
বিজয়ের
শপথ
আমাদের,
স্বাধীনতার ক্ষণ
এসেছে
এবার।
বিদ্রোহ, বিদ্রোহ! জাতি
আজ
বলে,
প্রভাত
জাগে
নতুন
আশার
আলোতে।
গাদ্দাররা হবে পদদলিত শেষে,
জনতার
ইচ্ছা
জয়ী
হবে
সর্বেক্ষণে।
জাগো,
জাগো,
হে
জাতি
বলীয়ান,
রক্তে
লিখি
স্বাধীনতার গান।
আজ
বিদ্রোহ—বাঁচি
কিংবা
মরি,
মাতৃভূমি উঠুক
গৌরবে
ভরি!
-------------------------------------
No comments:
Post a Comment