Tuesday, August 5, 2025

বিপ্লবই তার নেশা

 

বিপ্লবই তার নেশা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

এ জাতি চিতার মত দুরন্ত দুর্বার,

সাগরের মত উত্তাল ভয় হারা বীর।

 

বিপ্লবই তার নেশা অসুর দোসর ধ্বংস নাশে,

বজ্র কণ্ঠে গর্জে উঠে মিছিলে মিছিলে হরষে!

এ জাতি ঐক্যবদ্ধ আকাশের মত বাঁধাহীন,

মুক্তিযুদ্ধের তন্ত্রে মন্ত্রে দৃঢ় প্রতীক্ষার গর্জন।

 

জাতি শর্তহীন মুক্তিযুদ্ধের কবিতা- ছড়া -গান,

আমার সোনার বাংলা সঞ্চারে অভিন্ন সুর তান।

এ জাতি পদ্মা মেঘনা যমুনার উত্তাল কলকল,

লক্ষ শহীদের রক্তে আঁকা লাল সবুজের বীর দল।

 

বিপ্লবে বিপ্লবীর শিরা উপশিরা সতেজ ঝরঝর,

ভয় হারা মীরজাফরের মৃত্যু দূত যুদ্ধের প্রান্তর।

এ জাতির শক্তি অটল মহীধর নির্ভয়-দুর্জয়

অসূর দোসর ফ্যাসিবাদ পারবে না হতে আর উদয়।

 

শুরু হউক দেশদ্রোহী স্বৈরাচার ফ্যাসিবাদের বিচার,

আর সহ্য করবে না দখলবাজ চাঁদাবাজদের অত্যাচার্ ।

যে কোন অন্যায় রোধে বিপ্লবই এ জাতির নেশা,

অনেক দিয়েছে রক্ত!হয়তো আরো দিবে আসন্ন ঊষা!!

--------------------------------------------------

No comments:

Post a Comment