Wednesday, August 20, 2025

পৃথিবীতে ছড়াও

 

পৃথিবীতে ছড়াও

মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************
উঠো, উঠো, আলো-ময় হৃদয়!
ভালোবাসার জন্য চলো, সঠিকের জন্য যাত্রা!
আনন্দের হাসি, ফুটুক ফুলের খেলা,
জাগাও পৃথিবী, তাড়াও অন্ধকারের মেলা!


আমি এসেছি মানবতার ডাক দিতে, প্রিয় পৃথিবী,
দেখেছ কি, বন্ধু, সময়ের খোঁচায় ফাটা পরী?
ঝরে পড়ে চোখের জল, ব্যথা হয় প্রকাশ,
কিন্তু একসাথে, আমাদের ভালোবাসা হবে আশ্বাস।


উঠো, উঠো, আলো-ময় হৃদয়!
ভালোবাসার জন্য চলো, মানবতার জন্য যাত্রা!
আনন্দের হাসি, ফুটুক ফুলের খেলা,
জাগাও পৃথিবী, তাড়াও অন্ধকারের মেলা!


ভাঙো অন্ধকার শৃঙ্খল, জ্বালাও আলোর প্রদীপ,
শান্তির গান গাও, ডেকো প্রতিটি নাম।
হাতে হাত মিলিয়ে, সারা পৃথিবীতে ছড়াও,
ভালোবাসা ছড়াও, নাও দৃঢ় অবস্থান!


উঠো, উঠো, আলো-ময় হৃদয়!
ভালোবাসার জন্য চলো, মানবতার জন্য যাত্রা!
আনন্দের হাসি, ফুটুক ফুলের খেলা,
জাগাও পৃথিবী, তাড়াও অন্ধকারের মেলা!

---------------------------------------------------------

No comments:

Post a Comment