Wednesday, August 27, 2025

মুখের ভাষা বিধ্বস্ত হলে

 মুখের ভাষা বিধ্বস্ত হলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
মুখের ভাষা বিধ্বস্ত হলে,মানুষ আর থাকে কি করি?
অশ্লিল গালাগালি অশ্রাব্য ধ্বনি মানুষেরা আজ ধরি।
উলঙ্গ মুখের ভাষা ছন্দহীন ছুটেছে ঈর্ষার উথরোলে,
কি আজব সংস্কৃতি মানুষেরে গ্রাসিয়াছে এই বঙ্গ তলে!

স্বর বর্ণ্ -ব্যাঞ্জণ বর্ণ্ -খসে গেছে শব্দমালা হতে আজ,
যদিও মুক্তি ‍মুক্তি বলে সকলেই আর্তনাদ করি বেলাজ!
সভ্যতার জাহাজ কি ভাসবে এই নোংরা পচা জলে?
ভাষাগুলো এলোমেলো হয়েগেছে রক্ত চুক্ষ বাহু বলে।

এ কোন সংস্কৃতি এলো ভাই বাঙালির চিন্তা ও মননে?
মানব সভ্যতা অনেক দূর! নম্রতা ভদ্রতা নেই স্পন্দনে!
মুখের ভাষা বিধ্বস্ত হলে পশু আর পশুত্তে তফাৎকোথায়?
চারপাশে আঘাতের রক্ত লীলা রক্ত পুঁজে মানুষেরে পচায়!

ভাষার এতো অধঃপতন এর আগে কেউ দেখেনি বাংলায়,
শব্দহীন হলেই মনে হচ্ছে মানব সভ্যতা রক্ষা পেত বসূধায়!
বিপ্লবের ভাষা যদি হয় উলঙ্গ কুকুরের মত ঘেঁউ ঘেঁউ,
তবে সে বিপ্লবী নয়! সে শুধু কেবলই হিংস্রতার ঢেউ।

মুখের ভাষা বিধ্বস্ত হলে কিছুতেই মানুষ হতে পারে না,
সে হয় পশু! না হয় কালো শক্তির কোন অসভ্য ঠিকানা।
বাঙালি স্বাধীনতা চেয়েছিল সভ্য জাতি হীরে মানিক মুক্তা,
আজ যেন ধ্বংসের পথে লক্ষ শহীদের রক্ত ঝরা ত্যাগক্তা?
------------------------------------------------------

No comments:

Post a Comment