কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************
এখনি উঠাও বেজে সময়ের ঘড়ি,
এসো হে এসো তুমুল বিদ্রোহ করি।
উঠাও ডাক হে মুক্তিযুদ্ধের উত্তরসূরী,
বল হে তুমি লাল সবুজের অতন্ত্র প্রহরী।
উঠাও তুফান মাটি ও পাহাড়ে-
ধবংস করো ওইসব শত্রু বজ্র হুঙ্কারে।
আমার সোনার বাংলা গাও উচ্চ সুরে সুরে-
বল, লক্ষ শহীদের রক্ত অস্থি মজ্জা হাড়ে হাড়ে।
বল, মানবো না দোসর অসুরের তন্ত্র মন্ত্র গতি,
আমরা মুক্তি যুদ্ধের চেতনা দৃঢ় সম্মতি।
কোন শক্তি আছে রুখে তোমাদের অগ্রতি?
না না তোমরা ঐক্যের অবিনাশী জ্যোতি!
তোমরা মৃত্যুঞ্জয়ী মুক্তিযুদ্ধের সন্তান সন্ততি,
তোমাদের দ্বারা হবে কভূ এ মাতৃকার ক্ষতি।
বল -আমরা বিপ্লবী বীর !আমরা
দুর্বার প্রসন্ন-
এ স্বাধীনতা আমাদের দ্বারা হবে নাকো বিপন্ন।
এসো হে এসো বীর, শত্রুরে পদাঘাত করি,
এসো হে উঁচুশির মুক্তির নিশান উড়াও শৃঙ্খলদড়ি।
--------------------------------------------
No comments:
Post a Comment