Friday, August 22, 2025

আধুনিক রঙ্গমঞ্চে

 আধুনিক রঙ্গমঞ্চে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ভেবে দেখি না কোথায় যায়, যুগের ছেলে-মেয়ে,
প্রভাত প্রহরে ডোবে রবি, নেশায় হাসি নিয়ে।
যৌবন ক্ষয়ে যারা খোঁজে আঠারো কোটি স্বপ্নভাস,
চিতার তটে অবেলায় পুড়ে—বাংলা, হায় সর্বনাশ!

মায়ের বুক হতে ছেলেরা হারে, উগ্রবাদে ত্রাস,
ফুল-কলি বেলী পাপড়ি খুঁড়ে—তরুণী কেবল লাশ।
আধুনিক রঙ্গমঞ্চে আজ, তরুণ-তরুণী নাশ,
শত কোটি স্বপ্ন ভেঙে, প্রত্যাশা করে সর্বনাশ।
জাতি বেশী কিছু চায় না, চায় তো শিক্ষা, জ্ঞান,
হে আধুনিক যুবক-যুবতী, ওঠো গর্জে প্রাণ!

মায়ের বুকে জ্বলে আগুন, ছাই মুছে ফেল আজ,
যাও সামনে দৃপ্ত কণ্ঠে, করো দুর্জন লাজ।
দুষ্টদের কাছে হার মানো না, যারা চায় রক্তধারা,
তোমরা বীরের বেশে গেয়ে তুলো আগামীর সারা।

ওরা দেয় অস্ত্র-নেশা, অভিশাপে করে ক্ষয়,
মা কাঁদে, পিতা নিঃশব্দ, যুবক-যুবতী হয় নিস্তব্ধ রয়।
আমি বলি, শুনিস না ওদের, ফিরে আয় আলোর কূলে,
হে আধুনিক যুবক-যুবতী, যোগ্য হয়ে দাঁড়াও দলে দলে।

শিক্ষার আলো, জ্ঞানের দিশা, এই বেলা ধরো তুলে
নেশা-নগ্নতার অন্ধকার ছাড়ো, জাগো প্রভাতকালে।
--------------------------------------------------

No comments:

Post a Comment