ভয়ঙ্কর উগ্রতা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
সেই বিনয় ভদ্রতা মনে পড়ে আজ তুমি নেই
ভয়ঙ্কর উগ্রতা যেন জনে জনে দেখতে পাই ।
তবে কি বিপ্লব এনেছে সেই তপ্ত পদ-রেখা !
নোংরা উগ্রতা মুছবে না কভু ইতিহাস লেখা ।
জানি না আজ তুমি কোন ক্ষমতার খোঁজে
পথ হারিয়ে ছুটেছো অধর স্বপ্নে বিপন্ন রোজে।
অযূত জিজ্ঞাসা জাতির, এ কোন অসম সহারা
কার তন্ত্রে, কার মন্ত্রে তারুণ্য হয়েছে দিশেহারা ?
ওগো কান্ডারী জাতির, ওগো মুক্তির দিশারী প্রিয়
এ কোন যাত্রাপথে তারুণ্যেরা আজ জেনে নিও।
শুনতে পাও কি নবীণের চিৎকার এ পারে ও পারে
ভয়ঙ্কর উগ্রতায় মেথেছে তারা মবতন্ত্রে বিস্তরে !
জাতির ভবিষ্যৎ কোথায়? কত দূরে, কোন বেশে,
তাদের হাতে অস্র কেন এই স্বাধীন বাংলার দেশে।
কত নোংরা, কত বিশ্রী, কত অশোভন দেহের ভাষা
ভয়ঙ্কর উগ্রতায় ভেঙ্গেছে তারা বিপ্লবের আশা ।
জ্ঞান অন্বেষণের টেবিলে এক শুন্যতার দর্শন
আজ যেন দৃঢ় দীপ্ত আলোকের মত দৃশ্যমান
সেই বিনয় ভদ্রতা মনে পড়ে আজ বেশী ভাই
সেই স্বাধীনতা আছে, সভ্যতা আছে, শুধু তুমি নেই ।
-----------------------------------------------------
No comments:
Post a Comment