এমন জাতি কি আর আছে ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ২৪-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
এমন জাতি কি আর আছে এই ধরাধামে?
স্বাধীনতার প্রশ্নে বিভক্তি জাগে নগর ও গ্রামে।
দেশপ্রেমিক প্রাণে প্রাণে দুর্ভিক্ষের মিছিল দোলে,
মুনাফিকের গর্জ্ন শুনি বিদ্রোহী বাহু-বলে।
যে জাতি মুক্তির খোঁজে যুদ্ধে গিয়েছিল আগ্রহে,
সে জাতি কেন স্বাধীনতা বিরোধী আজ সমারোহে?
বিশ্বাসঘাতকেরা বেঁধেছে ঘর লাল-সবুজের পাশে,
মুক্তির আঙিনায় বিষ বায়ু চেপে ধরে সর্বনাশে।
স্বাধীনতার প্রশ্নে বজ্রকণ্ঠে বাজে আসন্ন দুর্দিন।
এর চেয়ে বড় পরাজয় কি আর আছে নিশান-মলিন?
লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীনতা আজ যেন ক্ষীণ।
এমন জাতি কি আর আছে মুক্তির প্রশ্নে উদাসীন?
এত রক্ত, এত ত্যাগ! সম্ভ্রম-হারা মায়ের অশ্রুজল,
মনে হয় অভিশাপ দেয় এ জাতিকে অন্তিম সম্বল।
দুয়ারে দুয়ারে মীরজাফরের তন্ত্রে মন্ত্রে বিষের ঢল,
এমন জাতি কি আর আছে, যাদের প্রাণ এত হীনবল?
ওরে দেশদ্রোহীর উগ্রতা থেমে যাবে মাতৃলোকে,
জাতি কভু নত হবে না শত্রুর আঘাতে ভূ-লোকে।
মুক্তিযুদ্ধের সত্য মানতে হবে শিকড় ধরে,
দেশপ্রেমের দৃপ্তপ্রাণে ডাক দে সোনার বাংলা সুরে।
--------------------------------------------------
No comments:
Post a Comment