মুক্তির পাথরে লেখা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
স্বাধীনতা যদি হেরে যায়, খুঁজিবে তারে একদিন,
সেদিন তো আর ফিরিবে না মুক্তি,কাঁদিবে চিরদিন।
রক্তঝরা মাঠে জ্বলে বিদ্রোহের শিখা প্রখর,
চোখে আঁধার তবু, অন্তরে জাগে বীরত্বের চিত্তধর।
শৃঙ্খল ভাঙে তলোয়ারের ঝলকে, বজ্র হাতে,
বিপ্লবীর হৃদয়ে জ্বলে আশা অমোঘ, অমর সত্তাতে।
মুক্তির ধ্বনি বাজে দূর্গপ্রাচীরে, পাহাড় পাথরে,
শত্রুর ভয়ে কেঁপে ওঠে জমিন, আকাশ, নদী তরে।
নীরব রাতে শোনো স্বাধীনতার মধুর ডাক,
আকাশ–বাতাসে ভেসে যায় বিজয়ের অমর বাঁক।
যদি হেরে যায় আজ, স্মরণে রাখিবে চিরন্তন,
প্রতিটি হৃদয় জ্বলে, প্রতিটি প্রানের করুণন্তন।
মুক্তির পাথরে লেখা থাকবে অজস্র বীরত্বের গান,
দাসত্ব ভেঙে ফেলার অগ্নিশপথে প্রতিধ্বনিত প্রাণ।
-------------------------------------------------
No comments:
Post a Comment