আয়রে তোরা দুঃসাহসী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
আয়রে তোরা উঁচু শিরে,বলরে এবার
বজ্র স্বরে,
চেতনা তোর স্বাধীন বাংলা মুক্তিযুদ্ধের
সূত্র ধরে।
থাকিস না আর চুপটি করে জ্ঞান
পাপাীদের মন্ত্র শুনে,
দেশদ্রোহীরা আসছে তেড়ে পুরানো
সেই বীজ বুঁনে।
বাঙালি কিংবা বাংলাদেশী তোরা সবে
দামাল ছেলে,
ভয় কি তোদের ছুটরে এবার
একাত্তরের শক্তি বলে!
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান
মরছে যে বীর লাখে লাখে,
তোরা সবে উত্তরসূরী কে পারে
তোদের রুখে ?
রক্ত দিয়ে মুক্তিযোদ্ধা স্বাধীন
বাংলার নিশান আনে,
সম্ভ্রম হারা মায়ের জলে আজকে
তোরা মুক্তি পানে।
আয়রে তোরা দুঃসাহসী দেশদ্রোহীদের
কল্লা টেনে,
জাপটে ধরে তাড়িয়ে দে দেশ চেতনার
বহ্নিবানে।
চাচ্ছে ওরা খামছে ধরে লাল সবুজের
স্বাধীন খুঁটি!
তোরা কি আর থাকবি বসে
স্বাধীনতাকে দিয়ে ছুটি?
জাগরে আবার নতুন করে দেশ চেতনার
জোয়ার বানে,
আয়রে তোরা দুঃসাহসী ঘূর্ণিপাকের
ঝড় তুফানে!
আবার ওরা আসছে ফিরে তোর মুক্তিরে
ধ্বংস নাশে,
তোর মায়ের অশ্রুজলে থাকবি কি তুই
চুপটি বসে?
মুক্ত তোরা- স্বাধীন তোরা- বলরে
তোরা বিশ্ব জুড়ে,
একাত্তর দিয়েছে তোদের লাল সবুজের
নিশান ভাইরে।
আয়রে তোরা দুঃসাহসী চেয়ে আছি
তোদের আশায়,
দেশ চেতনার যুদ্ধে তোরা থাকবি না
আর বদ্ধ খাঁচায়।
স্যালুট! স্যুলুট! মুক্তিযোদ্ধা!স্যালুট
স্বাধীন জাতি,
তোর চেতনায়, তোর বিজয়ে আনন্দ
উল্লাসে মাতি।
আয়রে তোরা দুঃসাহসী লক্ষ শহীদের সূর্য-বাতি,
পাকড়াও কর -শিকল পরা-
দেশদ্রোহীদের রাতারাতি।
-------------------------------------------
No comments:
Post a Comment