নামাজের আহ্বান
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ওরে মুমিন, মুক্তির চাবি নামাজ তোর হাতে,
জান্নাতের দ্বার খুলিবে তাতে আল্লাহর প্রাতে।
দিনে পাঁচ বেলা ডাক আসে আযানের সুরে,
ভুলে যেও না প্রভুকে, ফিরে এসো মসজিদ ঘুরে।
দুনিয়ার মোহ ছেড়ে দে, নত কর অন্তরে,
সিজদার মাটিতে শান্তি মেলে দয়া ভরা অন্তরে।
হাশরের ময়দানে জিজ্ঞাসা হবে নামাজ আগে,
যে সফল হ’বে সেদিন সে-ই জান্নাতের বাগে।
নামাজে মেলে প্রশান্তি, মুছে যায় সব দুঃখ,
অভ্যাস কর হে মুমিন, আল্লাহর পথে সুখ।
আয় আয় মসজিদে ভাই, রাখিস না বিলম্ব,
নামাজই মুক্তির আলো, ঈমানের দৃঢ় স্তম্ভ।
------------------------------------------------
No comments:
Post a Comment