Saturday, August 30, 2025

প্রিয় দান

 প্রিয় দান

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ওহে মুমিন, নিজের প্রিয় প্রিয় জিনিস,
মন হতে দান করো, হোক পূর্ণ অনুপ্রাণিস।
হৃদয়ের গভীরে যে দীপ জ্বলে অমল,
প্রাণে প্রেমের আলো মুছে দেয় অন্ধকারের কল।

অন্যের জন্য ক্ষুদ্রও যদি হয় উপহার,
সেই ক্ষুদ্র দান ভরে দেয় অন্তর নীল আকাশের পার।
ধন-সম্পদের দাম মিটায় অল্পে ক্ষণে,
কিন্তু দান হৃদয়ের শান্তি দেয় বহুগুনে।

নিজেকে ভুলে, যদি করো তুমি যাত্রা শুরু,
প্রকৃত সুখ খুঁজবে প্রাণ, পাবে অন্তরের নীড়ে ধ্রু।
প্রেম, সততা, করুণা—সবই দানের রূপে মিল,
দিব্য আনন্দে ভরে যায় জীবনের প্রতিটি শ্বাস-সিল।

ওহে মুমিন, দান করো হৃদয় পূর্ণ করে,
এ জীবন হোক আলোকিত, সুখে ভরা চিরন্তরে।

------------------------------------------------

No comments:

Post a Comment