সন্তুষ্টির পথে ব্যয়
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
আল্লাহর সন্তুষ্টির পথে করো সদা ব্যয়,
হৃদয় ভরে দাও দয়া, রাখো অন্তর ন্যায়পথে স্থায়।
যে ব্যয় হয় তাঁর রাহে, সে কখনো বৃথা নয়,
প্রত্যেক দান, প্রত্যেক শপথ ফিরতি দেয় জয়।
দরিদ্রের হাতে দাও দয়া, আলোর দীপ জ্বলে,
শাস্তি যায় দূরে, খুঁজে পায় মুক্তি অনন্ত কালে।
প্রার্থনায় থাক অন্তর, বিশ্বাসের দিগন্তে,
সৎ পথে চলা ব্যক্তি পায় সওয়াব অনন্তে।
নিশ্চয় ব্যয় আল্লাহর পথে হয় চির তৃপ্তি,
পুণ্যের ধারা বয়ে চলে, পূর্ণ হয় অন্তর দীপ্তি।
ধৈর্য্য ও বিশ্বাস রাখো, করুণার দীপ জ্বালো,
নির্জনের পথে হোক দান, হে অন্তর আলো।
সত্য ও ন্যায়পথে চলা হোক জীবনের দিশা,
আল্লাহর সন্তুষ্টি পাইলে ভরে যায় অন্তর আশা।
যে ব্যয় করে বিশ্বাসে, তার জীবন হোক জ্যোতি,
নিশ্চয় আল্লাহর রহমত ঘিরে রাখে পথের গতি।
------------------------------------------------
No comments:
Post a Comment