Saturday, August 30, 2025

প্রার্থনার আলো

 প্রার্থনার আলো

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
অরাজক কালো ঝড়ে কাঁপে মানব-প্রাণ,
দিগন্ত ভরে ওঠে অশান্তির গান।
হে মুমিন! তুই হতাশ হবি না কিছুতে,
প্রার্থনা কর প্রাণ খুলে রবের কাছেতে।

আল্লাহ বলেন— “আমায় ডাকো, সাড়া দেব আমি”,
(সূরা গাফির, আয়াত ৬০) — সত্য বাণী।
হাদিসে নবীও শিখিয়েছেন বারবার,
দোয়া গোলামের শক্তি, মুক্তির অবার।

কঠিন বিপদ যখন আঁধারে ঢাকে,
সাজদায় ফেলো প্রাণ অশ্রুজলে ডাকে।
রহমতের দরজা তখন খুলে যায়,
আল্লাহর কৃপায় আঁধার মুছে যায়।

হে দোয়া, তুই বর্ম শত্রুর আঘাতে,
প্রশান্তির আলো দাও অন্তর জগতে।
বিশ্বাসের ডানায় উড়ুক তব প্রাণ,
প্রার্থনায় মিলুক শান্তির দিশার সন্ধান।
------------------------------------------------

No comments:

Post a Comment