Saturday, August 30, 2025

মানবতার দুর্ভিক্ষ

 মানবতার দুর্ভিক্ষ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
মানবতার দুর্ভিক্ষে আজ বক্ষ ভাসে রক্তজলে,
স্বৈরতন্ত্র মবতন্ত্রে আঁধার নামে বঙ্গতলে।
শৃঙ্খলেতে বাঁধা পড়ে যায় মুক্তির দীপশিখা,
অন্যায়েতে শ্বাসরুদ্ধ হয় নীরব গৃহদ্বারিকা।

ফ্যাসিবাদের দাবানলে সব সত্য জ্বলে ছাই হয়ে,
মিথ্যার পথে মানুষ এখন হাঁটে কেবল ভয় লয়ে।
অন্ধকারের শৃঙ্খলেতে বন্দী হলো ভোরবেলা,
কাঁদে আকাশ কাঁদে ধরাতল, স্তব্ধ হলো সব ভেলা।

তবু বিপ্লবীর বুক ভাঙে না, শপথে জ্বলে আগুন,
তাদের চোখে বিজয় লেখা, সত্যে বাঁধা রক্তরুণ।
রক্ত ঝরেই গড়ে উঠিবে মুক্তির মহা প্রাচীর,
মানবতার গান গাইবে বিশ্ব, জাগিবে নব বীর।

অগ্নিঝড়ে ভাঙিবে শৃঙ্খল, উঠিবে মুক্তি–আলো,
আবার বিপ্লবী জাগিবে জ্বলে অগ্নি অনন্ত কালো।
--------------------------------------------------

No comments:

Post a Comment