Thursday, August 28, 2025

শিক্ষার দুর্ভিক্ষে

 শিক্ষার দুর্ভিক্ষে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
পারিবারিক শিক্ষার দিতে হবে খাঁটি দাম,
আজ আর নেই সেই শিক্ষা—এ কথাই জানালাম।
অদম্য ছুটেছে ভবিষ্যৎ উগ্রতার উত্তাপে,
নিয়ন্ত্রহীন অশ্বের মতো, সভ্যতার টুটি চেপে।

এমন দৃশ্য কেউ দেখেনি বিপ্লবের আগে!
মাতৃকা উঠেছে কেঁপে, মব তন্ত্রের উগ্র যোগে।
তারুণ্যের শক্তি আজ এত মিথ্যার দায়ভাগী,
দিকে দিকে সভ্যতা ছুড়েছে ঘৃণার কামান লাগি।

এ দায় কার? নৈতিক শিক্ষা কি দিয়েছে রাষ্ট্রযন্ত্র?
স্বার্থান্বেষীরা দিয়েছে শুধু ফ্যাসিবাদী মবতন্ত্র।
পারিবারিক শিক্ষার দুর্ভিক্ষে তারুণ্য হারিয়েছে পথ,
সন্ত্রাসবাদ, নেশাবাদ ভাঙছে নিত্য মুক্তির শপথ!!

পিতা-মাতা বিরূপ, কানে দেয় হাত চাপা,
রাষ্ট্র সমাজ নিশ্চুপ! তারুণ্য ছুটেছে ক্ষ্যাপা।
শিক্ষার দুর্ভিক্ষে বিদ্রোহী মন তপ্ত বালুকণা,
তারুণ্য বুঝে না এ নিজের ধ্বংসের আলপনা।

যদি নৈতিক শিক্ষা পেত চৈতন্যের কোলাহলে,
জাতির ভবিষ্যৎ জাগতো না হিংস্রতার আদলে।
শিক্ষার দুর্ভিক্ষে অন্তরে জেগেছে মবতন্ত্রের লোভ,
নৈতিক শিক্ষায় তুলো হে তুলো হে দুরন্ত বিক্ষোভ!
---------------------------------------------

No comments:

Post a Comment