Wednesday, August 20, 2025

স্বাধীনতার গান

স্বাধীনতার গান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

--------------------------------------

 

বল জোরে ওরে নির্ভীক প্রাণ, সত্য দীপ্তি জ্বাল,
স্বাধীনতার ভেলা ভাসে, আঁধার করে দাল।
ওরে বিপ্লব, তোলো আগুন, মার্চ করো হাত ধরে,
দেশদ্রোহীর শৃঙ্খল ভাঙো, মাতৃভূমি মুক্ত করে!

 

ওরে বাঙালি, ওরে বাংলাদেশ,
তুলো পতাকা, বাজাও ঢাক।
রক্ত-ঝড় আর আগুন পেরিয়ে,
বিজয় আসবে আজই হাক!

 

চারিদিকে ষড়যন্ত্র, মিথ্যার জাল বিছায়,
চুপটি বসে রবে নাকি, নাম কলঙ্কে ঢাকায়?
জাগো গ্রাম, জাগো শহর, শোনো যুদ্ধের ডাক,
একাত্তরের চেতনা আজ জাগে সর্বত্র হাক!

 

ওরে বাঙালি, ওরে বাংলাদেশ,
তুলো পতাকা, বাজাও ঢাক।
রক্ত-ঝড় আর আগুন পেরিয়ে,
বিজয় আসবে আজই হাক!

 

ঝড়ের হাওয়া, পতাকা উড়ে,
ফিরে যাওয়া—কখনো না রে!
লাল-সবুজের পবিত্র নিশান,
স্বাধীনতার গৌরব মহান!

 

ওরে বাঙালি, ওরে বাংলাদেশ,
তুলো পতাকা, বাজাও ঢাক।
আগুন, বজ্র পেরিয়ে সবে,
বিজয় ভোর আসবে একাক!

----------------------------------

 


No comments:

Post a Comment