মেরুদণ্ডহীন
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
মেরুদণ্ডহীন নেতৃত্ব অদম্য রচিছে কালো অধ্যায়,
জাতি আজ ভঙ্গুর বিভক্তি রক্ত সংঘাতের থাবায়।
সত্যের আলো আজ নিভেছে চঞ্চল আবর্তে,
নীরবতা কেবল শোনায় মানবতার শোকগীতি সর্বত্রে।
দুর্বলের মাঝে দাঁড়ায় অল্প সাহসী হৃদয়,
যার দীপ্তি জ্বালাবে স্বাধীনতার প্রাচীর ভেদ করে সদয়।
ভালবাসা দেশপ্রেমে গেঁথে রাখিবে শক্ত অক্ষরে,
অম্লান হয়ে রইবে প্রজাদের অন্তরে অনন্তর।
আমরা কোন পথে, যেদিন ইতিহাস লিখিবে,
নিষ্ঠার ছোঁয়ায় অন্ধকার ত্যাজ্য জ্বালায় অগ্নি দিবে।
যদি সত্যি প্রেম হয় মাতৃভূমির প্রতি তবে এখনি
ছুঁড়ে ফেলো মেরুদন্ডহীন নেতৃত্ত বজ্রের অমর ধ্বনি।
-------------------------------------------------
No comments:
Post a Comment