কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
ভয় নেই ওরে ভয় নেই -হে বঙ্গ বীর,
তোরা মুক্তিযুদ্ধের উত্তরসূরী কল্লা শির।
তোরা উদ্দাম ভয় হারা ঘূর্ণি ঝড় তুফান,
রাত্রির পাঞ্জেরী উত্তাল সমুদ্রের কলতান।
তোরা লাল-সবুজের অতন্ত্র প্রহরী-
তোরা দেশ দ্রোহীদের আতঙ্ক ভয় সঞ্চারী!
তোরা রুখে দে অত্যাচারীর সে দুঃশাসন,
চাই দোসর মুক্ত বাংলাদেশ, চাই সু-শাসন।
জাগরে তোরা জাগরে- ওরে দুরন্ত দুর্বার,
আগলে ধর লক্ষ শহীদের রক্ত পাওয়া প্রান্তর।
বিপ্লব বিপ্লব চাই দেশদ্রোহীদের পিঞ্জরে বসি,
ভেঙ্গে দে ভেঙ্গে দে ওইসব কল্লা নির্মম অগ্রাসী।
আজো শত্রুরা ওত পেতে আছে সাবধান! সাবধান!
ঘিরে আছে মুনাফিক বিশ্বাস ঘাতক উঁচুশির গর্দান।
ভয় নেই ওরে ভয় নেই শত্রুর সাক্ষাৎ,
বিজয় তোদের সম্মুখে আসুক যত ঘাত প্রতিঘাত।
----------------------------------------------------
No comments:
Post a Comment