Tuesday, August 5, 2025

শত্রুরে বিশ্বাস করেছো যদি

 

শত্রুরে বিশ্বাস করেছো যদি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

গণতন্ত্রের কাননে নেই আজ গণতন্ত্রের ফুল,

স্বৈরতন্ত্রের পোকা মাকড় উড়ছে বিষাক্ত শূল।

 

দেশদ্রোহী ঘূর্ণি ঝড় যেন খুলেছে ডানা, ভেঙেছে খিল,

এখনো রাঙা চোখে তাকায় মীরজাফরের চিল।

তারাই গেয়ে চলেছে শত্রুদের গান হৃদয়-দীল,

তারাই তুলেছে সংগীতবিহীন মিছিল,তীব্র মিছিল,

 

তারা যেন ক্ষুব্ধ লাল সবুজের পতাকায় দল বল,

তারা এখনো সেই পুরানো প্রেমে দৃঢ়-অবিচল।

এখনো শুধরায়নি, এখনো বদলায়নি পথ বাতিল,

এখনো মুনাফিক বেশে স্বাধীনতায় ছুড়ে ঢিল!

 

মুক্তিযুদ্ধের কাননে নেই আজ জুঁই চ্যামেলী বকুল,

তারা বিজয় নিশান খামছে ধরেছে রক্ত গঙ্গার কূল।

দেশদ্রোহী থেকে দেপ্রেমিক যারা,

মায়ের চিহ্ন মুছে দিতে দিশেহারা তারা।

 

শত্রুরে বিশ্বাস করেছো যদি পথ হারাবে স্বদেশ,

বহুরূপী গিরগিটি বাসা বেঁধেছে আজ বাংলাদেশ।

------------------------------------------------

 

No comments:

Post a Comment