Wednesday, August 13, 2025

এ যুগে এসে

 

এ যুগে এসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

---------------------------------

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ ক্রমে ক্রমে ছিন্ন,

এমন কিছু হচ্ছে বা ঘটছে জাতিকে করছে ঘৃণ্য।

 

এখন স্বদেশের কৃষ্টি কালচারে ভিত্তি হারা সংশয়,

দিকে দিকে দেশদ্রোহীদের আস্ফালন বাড়ছে নির্ভ্য়!

তবু নিশ্চুপ! শঙ্কাকুল যোদ্ধাপ্রাণ, শঙ্কাকুল কৃষ্টি,

জগন্য দুর্দিনের অন্ধকারে স্বদেশ তবু অন্ধ দৃষ্টি!

 

নির্বিচারে হত্যা চলে মানুষের, গণতন্ত্র আক্রান্ত,

কল্লা চেপে ধরে আঘাত হানে,তরুণেরা অশান্ত!

হাতে হাতে ছুরি চাঁপাতি অস্র ভয়ঙ্কর মাদক নেশা,

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ ক্রমে ক্রমে দুরাশা।

 

বিশ্বাস ঘাতক মুনাফিকেরা মুক্তিকে করেছে শ্বাসরুদ্ধ,

স্বদেশের নেতৃত্ত্ব স্বৈরতন্ত্র ফ্যাসিবাদে আজ অবরুদ্ধ।

বিপ্লবীদের রক্তস্রোতে প্রবাহিত দেশবিরোধী চৈতন্য

হে জাতি জেগে উঠ,গুপ্তঘাতী শত্রুদের করিও না গণ্য।

 

কে ফ্যাসিবাদী নয়? সবাই দেখি ভুলেছে সভ্যতার পথ!

স্বদেশে এখন নব্য তন্ত্রে মন্ত্রে মিলিত মুঠি অক্ষুণ্য শপথ।

এ যুগে এসে স্বদেশের বুকে শহীদ- খুন -আগুন জ্বলে,

চোর –ডাকাত- দস্যু- ফ্যাসিষ্ট-অনড়- দৃঢ় অস্র তুলে।

 

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ এখন মৃত্যুর দিকে তৈরী।

বাইরে নয় ঘরেও আজ হুজুগের অন্ধ চোখেরা বৈরী।

------------------------------------------------

 

No comments:

Post a Comment