পুরানো রঙে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
এখন মানুষেরা ভাই ছুটেছে শয়তানের বহরে,
জাহেলী যুগের কৃষ্টি কালচার গ্রাম ও শহরে।
ক্ষমতা ক্ষমতা খেলা শুরু হল মানুষে মানুষে
ছোট বড় কেউ জাগলো না আঁধার আকাশে।
মসনদের চারিদিকে জড়ো হল দুষ্টেরা সকলে.
তফাৎ নাইকো ক্ষমতার প্রশ্নে আসলে ও নকলে।
হউক না মাতৃকা তুচ্ছ তবু শুনি ধর ধর মার মার শব্দ,
সাপে নেঁউলে যেন খাঁটি প্রেম স্বাধীনতা জব্দ।
মুক্তিযুদ্ধের স্বাধীনতা কাঁদে,চোখ ছল ছল,
দূর হতে মীরজাফরেরা বলে ওরে তোরা ঢাল জল।
জাতি বুঝে না শত্রু কভূ হয় না মুক্তির বাচ্চা
ওরে-জেগে উঠো কল্লা ধরো শিক্ষাটাও আচ্ছা।
বুঝি না দেশদ্রোহীদের বন্ধুত্বে বীরত্ব কি যে এর,
একদিন অঝোর কাঁদবে স্বাধীনতা হারায়ে নিজেদের।
যারা হারলো যারা পালালো তারা যেন এ বঙ্গে.
কল্লা ধরেছে চেপে পুরানো রঙে তোমারই সঙ্গে।
--------------------------------------------------
No comments:
Post a Comment