জলবায়ুর এ সংকটে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৪-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
বন্যা, খরা ,ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে
শত্রু রূপে সমুদ্রপৃষ্ঠে গর্জেছে প্রচ্ছন্ন অগ্নিতে!
ক্রমশ উষ্ণ করছে ধরণীর বুক পরিবর্তিত জলবায়ু,
বিপন্ন হচ্ছে প্রকৃতি বন্যপ্রাণী মানব বসতির আয়ু।
মানুষেই জলবায়ু পরিবর্তনের শত্রু প্রকাশ্যে আজ,
মানুষই করেছে গোপন সুখ স্বর্গের সোনালী তাজ!
সম্মুখে ভয়াবহ পৃথিবী,তপ্ত অনলে দাউ দাউ প্রাণ,
জলবায়ুর এ সংকটে সমুদ্রের বুকে উষ্ণতার উত্থান।
বায়ু মন্ডলের স্তরে স্তরে কার্বন ডাই অক্সাইডের বাস,
সমুদ্রের পানিকে অম্লীকরণ করছে নিদারুন পরিহাস।
পৃথিবীর বুককে করেছে -উষ্ণ- শুষ্ক -ভয়ানক দাবানল,
উর্বরতা কমে খাদ্য উৎপাদন
করেছে হ্রাস এ ধরা তল।
খাদ্য নিরাপত্তা,পানির উৎস আজ ক্ষয়িষ্ণু সংগীতে,
জলবায়ুর এ সংকটে পৃথিবী ধূসর বিষণ্ণ বীভৎস স্নায়ুতে।
গাছের বর্ষ বলয়,বরফের স্তর,প্রবাল কিংবা সমুদ্র হ্রদ,
আজ উষ্ণতার রঙে পৃথিবীতে হয়েছে শত্রু নির্দয় উম্মাদ।
মানুষই পৃথিবীর সুখ স্বর্গের নক্ষত্র দিয়েছে খসে ইচ্ছেমতে।
মানুষ বুঝতে চায়নি প্রশমন, অভিযোজন এই ধরাতে।
জীবাশ্ম জ্বালানি ,মিথেন গ্যাস নিগর্মন, পেট্রোল ও
ডিজেল
জলবায়ুর এ সংকটে আসন্ন দিনে যমদূতের চিত্র অবিকল।
বায়ু থেকে গ্রিন হাউস গ্যাস দূরীকরণ,
বৃক্ষরোপণের হার বৃদ্ধি বাসযোগ্য পৃথিবীর আয়োজন।
---------------------------------------------
No comments:
Post a Comment