Friday, August 29, 2025

বজ্রবিদ্রোহ

 বজ্রবিদ্রোহ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
শুনতে পাও কি জাতির চিৎকার এ পারে ও পারে,
কি ভয়ঙ্কর উগ্রতায় মেথেছে ওরা মবতন্ত্র বিস্তরে!
ভাঙো! ছিঁড়ো! জ্বালো অগ্নি— শপথ তোলো রণরথে,
বীরের রক্ত ঝড়ের ন্যায় ছুটে যাক বিদ্রোহ পথে পথে।

কালো শাসন বিষধর সাপ, দাঁত গেঁথেছে জনমনে,
মুষ্টি কষে ছুঁড়ো বজ্রাঘাত, ভস্ম করো তব ক্ষণে ক্ষণে।
গর্জো, কাঁপুক দালানদ্বার, ভেঙে পড়ুক অন্ধকার,
ডঙ্কা বাজাও বজ্রশক্তি— বিদ্যুৎ ঝলক জনতার।

আড্ডা ভাঙো, আগুন ছড়াও, রণতূর্য বেজে যাক,
অশুভ যত সিংহাসনে ধ্বনি তুলে ধুলোয় ঢাক।
রক্তের রেখায় ফুটুক প্রভাত, শপথ হোক আগুনে,
বিপ্লব ছাড়া মুক্তি নেই— এ ঘোষণা প্রতিক্ষণে।

ধ্বংস করো মীরজাফরী, করাল–লোভ কালো চক্র,
বজ্রবাহু তুমিই এবার মুক্তির মশাল জ্বালো শক্ত।
-----------------------------------------------------

No comments:

Post a Comment