উঠো হে বঙ্গ বীর
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
স্বদেশ প্রেম না থাকলে রক্তে জ্বলে না অগ্নি,
বিপ্লবী হলেও তুমি নও মাতৃভূমির চরণি।
শহীদের রক্তে লেখা ভুমি জাগ্রত হয় অমর,
যেখানে শপথ নেবে বীর, সেখানে বিজয়ও ঘনঘোর।
শত্রুর শৃঙ্খল ভেঙে জেগে উঠুক দুরন্ত বালক,
কণ্ঠে কণ্ঠে বেজে উঠুক স্বাধীনতার ঢালক।
অন্ধকার যত জড়ায়, আলো ছড়িয়ে দাও তেজে,
বিপ্লবের আগুনে গড়ে উঠুক নতুন ইতিহাস সাজে।
জাগো হে তরুণ, দাও শপথ বুকের তাপে ভরা,
বিপ্লবী চেতনায় গড়ো শক্তির নতুন ধারা।
যে দেশপ্রেমহীন শক্তি শুধু পাষাণের মতো কঠিন,
সে হারাবে, নীরব হবে, বঞ্চিত হবে পথের অন্তিন।
মাতৃভূমির রক্তে লেখা এই অগ্নিশপথ বলো হে বলো,
উঠো হে বঙ্গ বীর, দাও শত্রুকে প্রহার রাত্রির কালো।
বিপ্লবী চেতনায় জ্বলো, প্রজ্জ্বলিত করো জাতির আলো,
বিজয়মুখী চলো হে চলো, অদম্য সাহসে বুক খুলো।
-----------------------------------------------------
No comments:
Post a Comment