তারিখঃ২১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
পরাজয় বলতে কিছু নেই এ বাঙালির প্রাণে,
জাগবে সে সত্যনিষ্ঠা—অগ্নিশপথের টানে।
শত্রুরা যতই আসুক শক্ত হাতে কল্লা ধ’রে,
নতশির হবে না কভু, মুক্তি-মন্ত্র উচ্চরে।
যদি ভীতু হই শত্রুনিধনে—লজ্জা, হে অপমান!
জাগো, জাগো, বীর বাঙালি—জাগো পালোয়ান।
সাবধান! সাবধান! শত্রুরা জেগেছে পুনরায়,
শহীদের উত্তরসূরী—ঝেড়ে ফেলো হীন দায়।
দেখতে চাই না কাপুরুষের লজ্জিত মুখখানি,
তোরই হাতে বিজয়লাভ—গৌরব আজও টানি।
কেমন করে পুড়ে যাবে ইতিহাস-ঐতিহ্য ভান্ডার?
তুই কি তবে থেমে যাবি জাতির আঁধার অন্ধকার?
বিশ্ব জানে—পরাজয় বলতে কিছু নেই,বাংলায়
তোর পশ্চাতে জয় দাঁড়ায় রাজসাজে মহিমায়।
ওরে বাঙালি, সিংহপুরুষ, জাগো, জাগো রে—
ওরে নির্ভীক বীর, ওঠো নব যুদ্ধের সমরে!
এ যে চেতনার যুদ্ধ, শুনো—দিকবিদিক ক্রন্দন বাজে,
পুরানো শত্রু এসেছে আবার—লজ্জা কি তবে সাজে?
চেতনার সুর বাজাও, ওরে, চেতনার সুর বাজাও—
পরাজয় বলতে কিছু নেই—বিজয়ের পথে তাকাও!
-------------------------------------------------------------
No comments:
Post a Comment