হে শুভশক্তি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে শুভশক্তি, অদৃশ্য, বিচ্ছুরিত তব আলো,
দেখো, অশুভশক্তি জাতিরে গ্রাসিছে কালো।
জাগাও মানুষেরে, দাও অন্তরে সত্যের বানী,
উদিত হোক প্রভাত, মুছুক যত অমানিশা খানি।
অবসাদে ডুবিছে প্রাণ, ভ্রান্তিরে টানে শৃঙ্খল,
শুভের প্রদীপ জ্বালো, ভাঙুক অশুভের শিকল।
মিথ্যার প্রাচীর তলে হারায়ে গেছে অধিকার,
তোমারি তেজে জাগে স্বাধীনতার দীপ্তি আবার।
হে শক্তিধর, তব তেজ দাও অন্তরে জ্বালানি,
দুঃখের আঁধার মুছি ফুটুক আশার ফুলবাগানি।
বিভেদের বিষাক্ত ধ্বনি ছড়িয়ে যায় নিরন্তর,
ভ্রাতৃত্বের গান গেয়ে আনো ঐক্যের মধুর সম্বর।
নিপীড়িতের আর্তনাদ আকাশ ভরিছে হাহাকারে,
মমতার স্পর্শে দাও শান্তির সুধা অন্তরে।
হে শুভশক্তি, জাতিকে রক্ষা করো সর্বনাশা থেকে,
জাগাও মুক্তির প্রভাত, আঁধার ভাঙুক আলোক ঢেকে।
--------------------------------------------------------------
No comments:
Post a Comment