নেতা আজ ছন্ন ছাড়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
জনতার নেতা আজ ছন্ন ছাড়া, সে তো
জানে না,
অস্থি মজ্জায় লুকায় ফ্যাসিবাদের তন্ত্র মন্ত্র কত না।
অধিকার স্বাধীনতা মরিয়া কাঁদে, কাঁদে মাতৃ তরে,
অতুল্য বৈষম্যের দাবানলে পুড়ে তাই অশ্রু ঝরে।
কুৎচিত অশ্রাব্য মুখের ভাষা তবু মিটেনা
ক্ষুধা,
এক অশান্ত এই পৃথিবীর বায়ু মাটি পাত্র-সুধা।
জনতার নেতা গ্রাসিয়াছে স্বপ্নীল সকল সাধ,
স্পন্দিত অন্তরে আসে মৃত্যু ভয়ঙ্কর দূত।
নেতা দেখিলেই যেন সভ্যতার সব স্নায়ূ
ছিয়ে যায়,
তীব্র হিংস্র পশুত্তের থাবা পড়ে নিরহ জনতায়।
নেতার মাঝে নেই নেতৃত্ত্ব! তাই এতো সরব শুন্যতা,
গুম-হত্যা-চাঁদাবাজি চলে অহরহ ভিন্নতা।
কথা ছিল স্বাধীনতা অক্ষুন্ন রাখবে
মাতৃকার দুলাল,
আজ মীরজাফরী চরিত্রে জেগেছে দেশদ্রোহী দালাল।
জনতার নেতা আজ ছন্ন ছাড়া মাতৃকার রক্ত ব্যাথা,
অস্থি মজ্জায় দুর্ণীতির ছায়া দাগ ফেলে সেথা।
-------------------------------------------
No comments:
Post a Comment