কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************
আজ ভয়ঙ্কর আতঙ্ক বাংলার ঘরে ঘরে,
প্রচন্ড মবতন্ত্রের পরোয়ানা জনতার অন্তরে।
বিচারিক আদলতে বিচার নেই মুক্ত স্বাধীন,
বিবেকগুলো ভয়ে কম্পিত মৃত্যু যাত্রী প্রাণ।
সত্যের সৈনিকগুলো পালিয়েছে গঙ্গার স্রোত,
দীর্ঘশ্বাসের ধোঁয়ায় অন্ধকার করেছে ভবিষ্যৎ।
জনতার চোখে মুখে আতঙ্ক ভয় বিপুল কষ্ট,
দেশদ্রোহীদের তন্ত্রে মন্ত্রে স্বদেশ হচ্ছে পথ ভ্রষ্ট।
জ্ঞাণীর কলম স্থবির হয়ে গেছে সত্যের মুখোমুখি,
সত্যটা আর কেউ বলে না স্বদেশ অন্তরে রাখি।
কি ঘটছে! কি হচ্ছে- ভেবে দেখেছো কি ?
এ দেশ তোমাদের নয় ঘোষনাটা শুধু বাকী!
সব স্মৃতি চিহ্ন মুছে দিচ্ছে মীরজাফরের বংশধর,
দেরি হয়েগেছে, অনেক দেরি শুন কি বজ্র স্বর?
লক্ষ শহীদের মর্যাদা স্বদেশ যেন বুঝেনি কোনদিন,
সম্ভ্রম হারা মায়ের ইজ্জত আজো জ্বলে লেলিহান।
আতঙ্ক! অনেক আতঙ্ক এতসব বিশৃঙ্খলা দেখে,
স্বাধীনতা আাজ হুমকির মুখে লাল সবুজের বাঁকে।
------------------------------------------------
No comments:
Post a Comment