Saturday, August 23, 2025

সত্য নাইরে মাতৃগৃহে

 সত্য নাইরে মাতৃগৃহে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
সত্য নাইরে মাতৃগৃহে— মিথ্যের আস্ফালন,
সত্য বললেই কল্লা ধরে শক্তির মহাজন।
ক্ষমতার হিরো গর্জে উঠে খামাখা ক্ষুব্ধ মন,
ওরে, সত্য নাইরে মাতৃগৃহে— ঝরে অশ্রুবন।

মিথ্যে যত সেরা আজ, সত্য নির্বাসন,
প্রতিবাদীর কণ্ঠ রোধে সরব দুঃসাশন।
গুম-হত্যা আর রক্ত-স্রোতে ভাসছে প্রতিদিন ,
ওরে, সত্য নাইরে মাতৃগৃহে— শাসক সিংহাসন।

সত্য বললেই হুমকি নামে, আসে নির্যাতন,
ওরে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের বিশাল আয়োজন।
তৈলবাজি, চামচামিতে ঢেকে যায় আলোকবন,
ওরে, সত্য বললেই ভেসে আসে মৃত্যু-ঘন কণ।

দেশদ্রোহীর রক্তলোভে রুদ্ধ হলো প্রাণ,
সত্য বলার শক্তি নাইরে— মিথ্যার উদ্ভোধন।
দিকে দিকে কাঁদে সত্য— ওরে বিশ্ব, শুন
মীরজাফর আর মুনাফিক যেন শ্রেষ্ঠজন।

ওরে মুক্তিযুদ্ধের বাংলাদেশ সে যে দৃঢ় পণ!
ওরে মিথ্যে নয় আজ সত্যাগ্রহ বাঙালির মন।
ওরে লিখবো সত্য বলবো সত্য লড়ব রণ-মরণ!
ওরে সত্য বাণী মুক্তির ধারা - মিথ্যের মৃত্য ক্ষণ।
--------------------------------------------------

No comments:

Post a Comment