বিপ্লবের বজ্রধ্বনি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে যোদ্ধা, এসো হে যুদ্ধের ডাকে বিপ্লবী প্রাণ,
বলো হে তুমি নও কোন দেশদ্রোহী ফরমান।
কালো শক্তি ভাঙিতে চাই অগ্নি–শপথ বুকে,
অন্ধকার মুছিবে আজ জাগরণী আলোর রুকে।
জনতার কণ্ঠস্বর স্তব্ধ করে যে শক্তি,
তার বিরুদ্ধেই ওঠে জাগ্রত মুক্তি।
রক্তে লেখা ইতিহাস, শপথে দীপ্ত গান,
কভূ ভাঙিব না হে -এ সংগ্রামী প্রাণ।
ভয়কে করি তুচ্ছ, ত্যাগে গড়ি পথ,
অন্যায়ের অগ্নিঘরে আনি নূতন রথ।
হে বীর যোদ্ধা আজ তুমি শোনো আহ্বান,
বিপ্লবের বজ্রধ্বনি করুক জয়গান।
বাঁধন যত কঠিন হোক, টুটিবে অনিবার্য,
সত্যের অগ্নিশিখায় বিজয় হবে চিরধার্য।
No comments:
Post a Comment