একত্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে অন্তর, জানো আল্লাহ এক, অদ্বিতীয়, অনন্ত।
কোনো সঙ্গী নেই, কোরআনের আলোয় চিরন্ত।
সে জন্ম দেয়নি, জন্মগ্রহণ করে না কভূ
মৃত্যু তার নেই কোন, সে চিরন্তন অনন্ত প্রভূ।
সকল সৃষ্টি তার নিকটে থাকে ভরসার সঙ্গম।
প্রভু একমাত্র, মহান, তার গুণ অমলম।
না সে জন্মেছে, না সে মৃত্যু মানে জানে।
হৃদয়ে আলোর দীপ জ্বেলে তাকে চিনে মানে।
সব বস্তুর অধিপতি, একমাত্র প্রভু মহান।
একত্বের জ্যোতি ছড়ায় প্রতিটি প্রাণের জান।
আল্লাহর নামে শুরু করি, কোরআনের গানে।
সত্যের পথে চলি, অন্তর ভরে জ্যোতি বাণে।
চিরন্তন প্রভুর মহিমা, অন্তরে বাজে সুর।
জন্ম-মৃত্যুর সীমা অতিক্রম করে, সে চিরন্তন নুর।
No comments:
Post a Comment