Saturday, August 16, 2025

স্বদেশ আমার প্রাণ

স্বদেশ আমার প্রাণ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

স্বদেশ আমার জন্মভূমি, স্বদেশ আমার প্রাণ,

যুদ্ধে পাওয়া সোনার বাংলা আমার প্রিয় গান।

 

আমরা শক্তি -আমরা বল- মায়ের ছায়া তল,

আমরা সবাই ঐক্যবদ্ধ আসুক ঝড় বাদল।

হিন্দু -বৌদ্ধ -মুসলিম -খ্রীষ্টান নাই’রে ভেদকূল,

শত্রু যখন আসে ধেয়ে হই যে বাংলার ফুল।

 

আমরা শক্তি,আমরা বল ,আমরা জাতির বীর,

ওরে-ভয় নেই মা ঘাতক- দোসর -বজ্র কণ্ঠ স্বর !

আসুক বাধা আসুক ঝড় নাই বা করব ভুল,

হ্যাচকা টানে কল্লা ধরে ছিড়বো মাথার চুল।

 

স্বদেশ আমার জন্মভূমি, স্বদেশ আমার নিশান,

পদ্মা- মেঘনা- যমুনা -আমার হৃদয় কলতান।

আমরা শক্তি, আমরা বল,আমরা মুক্ত বাক,

দৃঢ় চিক্তে শপথ করি ছুটবো যুদ্ধের ডাক।

 

স্বদেশ আমার জন্মভূমি, স্বদেশ আমার ঘাঁটি,

লক্ষ শহীদের রক্তে আঁকা আমার স্বাধীন মাটি।

আমরা শক্তি, আমরা বল,আমরা সাম্যের দল,

শত্রুর দূর্গ ভেঙ্গে দিবো বিপ্লবের উত্তাল।

 

আমরা শক্তি, আমরা বল,আমরা ভবিষ্যৎ-

মায়ের স্বাধীনতা কে রুখে- কার আছে হিম্মৎ?

----------------------------------------------

 


No comments:

Post a Comment