গোলামের পাশে দাঁড়াও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, করুণার স্রোতে ভরা তোর নাম সারা,
আলো ছড়ায় অন্তরে অমল হৃদয়ধারা।
হে বিশ্বজগতের প্রভু ও দাতা ধার,
তোর গুণগান করি, হৃদয় ভরে ধন্য স্বর।
দিব্য আলো ছড়াও পথের প্রতিটি ধাপে,
নির্যাণে চলার পথে দাও আশীর্বাদে জ্বাপে।
হে বিচারকের সর্বশক্তিময় ন্যায়পরায়ণ,
সরাসরি পথ দেখাও, সত্যে ভরা অন্তরবান।
যাদের প্রতি তোর অনুগ্রহ প্রবাহিত চিরকাল,
অধর্মীদের নয়, তাদের দাও মুক্তি ধারাল।
সত্যপথে আমাদের চালাও দয়া করে প্রভু,
মুক্তি দাও অমল হৃদয়ে, দাও আলো শুভভূ।
হে প্রভু, তোর নামের মহিমা গাও অন্তর ভরা,
ভুল ও অন্ধকার দূর করো, দাও আলোর ধারা।
তোর করুণা ও দয়া ছড়াক আমাদের অন্তর্গতি,
গোলামের পাশে দাঁড়াও, দাও শান্তি ও জ্যোতি।
-------------------------------------
No comments:
Post a Comment