জনতা কাঁদে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
সভ্যতা বিপন্ন আজ, দিকে দিকে কম্পিত প্রাণ,
আতঙ্ক-ভয় নিত্য সঙ্গী ,মবতন্ত্রের আঘাত টান।
এখনো শোনা যায় স্বৈর-শাসনের গর্জন ধ্বনি,
যে রক্তে আঁকা শপথে জ্বলে উঠেছিল বিপ্লবিনী।
অথচ আজ নিস্তব্ধ বিক্ষুব্ধ যন্ত্রনা বুকে,
এখনো ফ্যাসিবাদের অগ্নি-শিখা ঝলক মূকে।
স্বাধীনতা আছে তবু, নেই চেতনার পুষ্টি প্রাণে,
মুক্ত বলাকা থেমে আছে দেশদ্রোহীর শক্ত টানে।
ঐকমতের নামে ছুটে সন্ত্রাসী চাঁদাবাজ দল,
তবু কান্ডারী নীরব থাকে—হীন চিত্ত, ভগ্ন বল।
বিপ্লবের পরেও কানে বাজে আর্তনাদের সুর,
বিপ্লবী শক্তি পায়নি নব-বিজয়ের মধুর নূর।
জাতির সম্মুখে এখনো শত্রুর দৃঢ় চেতা হানা,
এখনো মুক্তির পথে বাঁধা মুনাফিক চেতনা।
প্রতিদিন জনতা কাঁদে, মুক্তির তরে পথে পথে,
বিপ্লবীর বিপ্লবও দিগন্ত ছুঁতে পারেনি এক সাথে।
মঞ্চে মঞ্চে শোনা যায় মীরজাফরের পদধ্বনি,
তবু কান্ডারী ভুলে গেছে শহীদ-রক্তের ধ্বনি।
লাঞ্ছনা-বঞ্চনা বুকে নিয়ে যদি আসে যুদ্ধ ঘোষণা,
সেটা হবে জনতার যুদ্ধ—শুরু হবে দিন গোনা।
----------------------------------------------------
No comments:
Post a Comment