হক কথা বলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হক কথা বলো জালেমের সম্মুখে আজ,
সত্যের দীপ জ্বলে অন্তরে অগ্নি সাজ।
অন্যায় শৃঙ্খল ভাঙে ন্যায়ের তলে,
সাহসী বুকে জ্বলে আলোর শিখা চলে।
কোরআন বলে, লড়ো আল্লাহর পথে,
রাসূল (সাঃ) বলেন মুক্তি হবে তোর আখিরাতে।
ফ্যাসিবাদী চক্রান্ত ভাঙো অবিরত,
ন্যায়ের পথে দাও জীবন হৃদয় সতত।
জিহাদ শুধু রক্ত নয়, আত্মার মুক্তি,
সদকা-নিয়মে হোক অন্তরের শুদ্ধ চুক্তি।
হে সাহসী বুকে জ্বলো ন্যায়ের শিখা,
অন্ধকার অগ্নি নিভাও অন্তর হোক ভিখা।
সত্যের পথে চল হে মুমিন অবিরত,
অন্যায়কে করো পরাজিত, করো তাকে হত।
ন্যায়ের দীপ জ্বলে অন্তর পবিত্র দীপে,
জিহাদে সাহসী হউক অন্তর, জাগো হে বীর রূপে।
-------------------------------------
No comments:
Post a Comment