Tuesday, August 5, 2025

এখনো জিজ্ঞাসা উম্মুখ

 

এখনো জিজ্ঞাসা উম্মুখ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

তুমি যতই বিশ্বাস করো এ যুদ্ধ শেষ,

আমি বলি এখনো জিজ্ঞাসা উম্মুখ অশেষ।

 

দিকে দিকে মীরজাফরের উদ্দাম ঢাকের শব্দ,

পুরাতন সুর নব্য রূপে বাজাচ্ছে  এ খ্রীষ্টাব্দ।

কারে তুমি বিশ্বাস করো বিপ্লবের বজ্র ধ্বনি?

এতো বিপ্লব নয়! এতো বিশ্বাস ঘাতকের পদধ্বনি।

 

এতো ছলনাকারীদের সংঘবদ্ধ ফ্যাসিবাদী কাফেলা,

স্বৈরতন্ত্রের বেষ্টনীতে নিষ্ঠুর মবতন্ত্রের মিলন মেলা।

তুমি বলো,লক্ষ শহীদের রক্ত কোথায়?

কোথায় সম্ভ্রমহারা মায়ের অশ্রুজল গঙ্গায়?

 

কেন সত্য স্বীকারে এতো দৈন্যতা, এতো জড়তা,

যে বিপ্লবে মায়ের জন্ম সে আজ কোথায়- বল তা ?

তুমি কি সত্যিই মুক্তিযুদ্ধের তন্ত্র মন্ত্রের প্রাণ?

তবে কেন এতো হীনমন্যতা সোনার বাংলা গান!!

 

এখনো জিজ্ঞাসা উম্মুখ  - তুমি আসলে কে ?

আমি বলি তুমি দেশদ্রোহী কুলাঙ্গার এ মাতৃলোকে।

------------------------------------------------

No comments:

Post a Comment