Friday, August 29, 2025

স্বাধীনতা বিপন্ন

 স্বাধীনতা বিপন্ন

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
শুনো হে জাতি! স্বাধীনতা আজ বিপন্ন,
চোখ খুলো, শত্রু ঘেঁষে আছে অন্তর নৃশ্যাপন্ন।
পথ হারানো নয়, এখন লড়াই করো তেজে,
রক্তে লিখে আসুক বিজয়ের অমর বেজে।

শৃঙ্খল ভাঙো, চেঁচাও হে বিজয়ধ্বনি,
অগ্নিশপথ নাও, করো প্রতিঘাত নিত্য প্রাণে বিনি।
মায়ের বুকের কষ্ট মনে রেখো অন্তরে,
তোমাদের সাহস ভাঙবে অন্ধকারের আঁধারে।

প্রতিটি পদক্ষেপ হোক বিজয়ের সুর,
স্বাধীনতার জন্য লড়াই করো, চুপ না হও, হে দূর।
জাগো হে জাতি, রক্তে রাঙাও পতাকা উঁচু,
ভাঙো শৃঙ্খল, চেঁচাও, গর্জে উঠুক ধ্বনি ঝরবু।

সত্য ও ন্যায়ের পথে হেঁটে যাক প্রাণ,
অমর হোক স্বাধীনতা, চিরন্তন হোক আমাদের গান।

No comments:

Post a Comment