তারিখঃ২১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
মহান মুক্তিযুদ্ধ করিল আশার ভবিষ্যৎ রচনা,
দিল মায়ের স্বাধীন ভুবন, আকাশ–তরঙ্গের সঞ্চরণা।
দৃঢ় শপথে দুর্গ হতে ঝাঁপাইয়া পড়িল বীর সেনা,
লক্ষ শহীদের রক্তধারা ফুটাইল বিজয়ের রক্তিম বীণা।
সে ফুল কি তবে কলঙ্কিত করিবে হে বাঙালি জাতি?
দিকে দিকে হতাশার ঘোরে নীরব দীপালীর শোভা ভ্রান্তি।
থমকিয়া গেল মৈত্রীর বাণী, দেশদ্রোহী টানিছে ফের,
বজ্রকণ্ঠ উচ্চারিল ভাষা—যুদ্ধের বহ্নিশিখা ঘের।
যদিও সে যুদ্ধ লিখিল সাম্যের চিরন্তন কবিতা,
তথাপি আজ রুদ্ধ নিশ্বাসে নীরব দীর্ঘ মৌনতিতা।
কেহ করে না প্রতিবাদ আর, কেহ উচ্চারে না বাণী,
কবি মাত্র নির্ঘুম জাগে, ব্যথার রচে ছন্দ-গানী।
কি অদ্ভুত দেশ! কি বিচিত্র স্বাধীনতার তিক্ত বাণী!
দেশদ্রোহীর বক্ষে বসি কান্ডারী খোঁজে মুক্তির ধ্বনি।
আজ যন্ত্রণায় রুদ্ধবাক জনতা, শাসনের আঘাত ভীষণ,
মহান মুক্তিযুদ্ধের কবিতা আজ পদাঘাত, অবমানন।
স্বাধীনতা পাইয়াছি আমরা, মর্যাদা দিতে পারি নাই,
অযথা টানাটানিতে মুক্তির ইতিহাস ক্ষয় হয় তাই।
জাতির ভবিষ্যৎ মরণের পথে, সম্মুখে অগ্নিগর্ভ দিন,
সন্দিহানে স্বাধীনতার স্বপ্ন, ক্ষীণ আশায় উচ্চারণহীন।
------------------------------------------------------------
No comments:
Post a Comment