Sunday, August 17, 2025

তোমার কণ্ঠে শুধু চাই শুনি

তোমার কণ্ঠে শুধু চাই শুনি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৭-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

তোমার কণ্ঠে শুধু চাই শুনি আমার সোনার বাংলা গান,

বাঙালি কিংবা বাংলাদেশী শুধু রবে পরিচয়! আর সব অবসান!

 

ক্ষমতার জন্যে অন্তরতলে নাহি যেন অন্য কিছু রয়,

গানের সুরে সুরে যেন শুনি স্বাধীন বাংলার পরিচয়।

লোক দেখানো নাহি যেন গাও গান,নাহি কও কথা,

বলো তুমি উন্নত মম শির নাহি কিছু মিছে ব্যাকুলতা।

 

স্পন্দিত হৃদয়ে জাগাও বাঙালি সুর, তাহারি প্রতিধ্বনি,

বলো তুমি যোদ্ধা যুদ্ধের দামামা আপোষহীন রণরণি।

তুলো হে মুক্তিযুদ্ধের সুর,আঠারো কোটি জনতার প্রাণে,

আর কোন গান, আর কোন সুর বাজবে না বাঙালির কানে।

 

শুধু ক্ষমতার জন্যে শত্রুকে ডাকিও না মাতৃকার কোলে,

ওদের হাতেই স্বাধীনতা কাঁদে যেও না সেই কথা ভুলে।

মু্ক্তিযুদ্ধের বাণী হলো ওদের যবনিকা কণ্ঠের ফাঁসি,

কখনো বলতে পারবেনা সোনার বাংলাকে ভালবাসি।

 

লক্ষ শহীদের রক্ত, সম্ভ্রম হারা মা’কে যেও নাকো ভুলে,

শত্রু  যে আছে বসি, ক্ষমতার জন্যে নিও নাকো বুকে তুলে।

বাঙালি কিংবা বাংলাদেশী একই ফুলের গন্ধ –সুষমা লাগি,

মুক্তিযুদ্ধে পেয়েছো যে গোলাপ,আগলে রেখো বিনিন্দ্র জাগি।

 

তোমার কণ্ঠে শুধু চাই শুনি সাম্য- ঐক্য -সম্প্রীতির সুর তান।

দেশদ্রোহী ছাড়া করো না ভেদ মুসলিম –হিন্দু- বৌদ্ধ- খ্রীষ্টান।

শত্রুরে ডাকো যদি সার জীবনের ক্রন্দন বেদনার ঝুমঝুমি,

মুক্তিযুদ্ধই স্বাধীন বাংলার ভিত্তি উঁচু শির এ কথা কও তুমি।

 

মুক্তিযুদ্ধ এ জাতির মণি মুক্তা হার! স্বাধীনতার পরিচয়,

বাঙালি কিংবা বাংলাদেশী হৃদয় হতে হৃদয়ে সেই কথা কয়।

শুধু ক্ষমতার জন্যে শত্রুরে রেখো না হৃদয়ের কাছাকাছি,

মধুর কণ্ঠে বলো আমার সোনার বাংলা, এইটুকু শুধু যাচি।

----------------------------------------------------

 

 


No comments:

Post a Comment