দুর্জয় হুঙ্কার উঠাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বঙ্গে যদি না উঠে জনতার প্লাবন,
উষ্ণ নিবিড়,
ঐতিহ্যের ইতিহাস সংস্কৃতি ক্রমেই
হবে স্থবির।
এক অজানা অসুর শক্তির নগ্ন থাবায়
ঘনায় নীল,
তবু এ বাঙালি সরল বিশ্বাসে
ভেঙ্গেছে ঘরের খিল।
শত্রুরে ডেকেছে স্বাধীন জমিনে উদার
নির্বিরোধ,
এখন স্বাধীনতা হতাশা নিয়ে ছড়ায়
তীব্র ক্রোধ!
আজ মাতৃকা কি ভীরু দেশদ্রোহীদের
উত্তাপে !
শঙ্কা জেগেছে প্রাণে প্রাণে তবে
কি জাতি অন্ধকূপে?
বঙ্গে যদি না উঠে জনতার প্লাবন
ডুবে যাবে মুক্তি,
কালো শক্তি ধ্বংসে জাগো হে
চেতনার শুভ শক্তি।
একবার স্বধীনতা হারালে তুমি হবে
মৃত ইতিহাস,
এ অশুচি ঘুচায়ে তুমি জাগো হে
স্বাধীন বাংলাদেশ।
ভুল তথ্যে তারুণ্যের আকাশে জমেছে
কালো মেঘ,
পথবিভ্রম হয়েছে জাতি বিশ্বাস
ঘাতকের প্রমত্ত বেগ।
জনতার প্লাবন যদি না উঠে ধূসর
আঁধারের অন্ধগতি
এ জাতি দেখবে শুধু বিবর্ণ্ চোখে
আলোহীন জ্যোতি!
মনে রেখ কালো শক্তির দাবদাহ কিছু
যাবে না রেখে,
এ স্বাধীন মা’কে বাঁচাও দেশদ্রোহীদের
কবল থেকে।
হে জনতা দুর্জয় হুঙ্কার উঠাও মেরুদুর্গম
পরিখা খনন
কালো শক্তিরা রক্তে নেশায় মেথেছে
এই পরিভ্রমণ।
যদি হেরে যাও স্বাধীনতা হারাবে রাত্রি
বিছানো অন্ধাকারে।
হে জনতা দুর্জয় হুঙ্কারে জেগে উঠ
ক্লান্তিহীন যুদ্ধের সমরে।
জাতি এখনো নৈঃশব্দে অধীর আগ্রহে
তোমার প্রতীক্ষাতে,
শুধু ডাক দেও সহস্র প্রাণ জেগে আছে
মাতৃকার বুকেতে।
--------------------------------------------------
No comments:
Post a Comment