শেষের শুরু
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
শেষের শুরু হয় যদি প্রতিহিংসার গর্জনে,
সেটা হবে তীব্র হতে তীব্রতর রক্তক্ষয়ী বর্ষনে।
ধ্বংস হবে পৃথিবীর সভ্যতা বহ্নিবান জোয়ারে,
মানুষ হারাবে সাম্যতা সম্প্রতি ক্ষয়িষ্ণু খোড়ারে।
দৈন্যতা আসবে ফিরে শুভ শক্তির স্পন্দনে,
মুক্তি হারাবে পথ অসুর শক্তির দমন পীড়নে।
শত্রুকে বিশ্বাস করলে নিঃশেষ হবে স্বাধীনতা,
জাতি অসুর তন্ত্রে মন্ত্রে লুফে নিবে তীব্র উগ্রতা।
কোন দিকে ছুটেছে বীভৎসতা ধ্বংসের বীজ বুনে?
শেষের শুরু হয় যদি আরেক বিপ্লবের শ্লোগানে।
সেদিন অনেক দীপ্ত নক্ষত্র অকালে যাবে খসে,
বিপ্লব চাই, সত্যের বিপ্লব চাই প্রাণের কোষে কোষে।
শত্রুকে যদি শত্রু বলতে না পারো বজ্র হুঙ্কারে,
স্বাধীনতা পরাজিত হবে আসন্ন দিনের প্রতিটি প্রহরে।
শেষের শুরু হয় যদি আরেক যুদ্ধের সংকেতে,
তখন কি জবাব দিবে সম্মুখ যুদ্ধের সাক্ষাতে?
শহীদের রক্তে লিখে গেছে যে নাম- বাংলাদেশ,
সে তো জাতির কাছে আমানত নিঃশর্ত পরিশেষ।
-----------------------------------------------
No comments:
Post a Comment