বদলাতে পারনি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৫-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
তুমিও বদলাতে পারনি হে বিপ্লবী
বীর! একি সংশয়!
যদিও বিপ্লবের রক্ত ছড়িয়ে রয়েছে সারা বঙ্গময়।
অযূত বিশ্বাস ঘাতকতা করেছো উদ্দাম ভয়হারা,
ছুটেছো আজ মীরজাফরের রক্তে রক্তে দিশেহারা!
জনতা জেগেছিল চৌদিক হতে নব সূচনার ডাকে,
ক্ষমতার মসনদে বসে কোথায় ছুটেছো এঁকে বেঁকে?
তুমিও বদলাতে পারনি হে বিপ্লবী বীর সেই পুরানো ধারা,
একই সূত্রে বাঁধা হয়েগেছে তোমার -গল্প- কবিতা- ছড়া।
এ বঙ্গ জনতা ছাড় দেয় ছেড়ে দেয় না বারে বারে,
পাকড়াও হবেই জনতার কাঠগড়ায় শেষ বিচারে।
কি বলেছিলে মিছিলে মিছিলে উদাত্ত আহ্বানে,?
সেই শপথ আজ ভেঙ্গেছো নব ক্ষমতার উত্থানে।
মবতন্ত্রের উদ্দাম ধ্বনিতে মুখরিত করেছো পথ-ঘাট
আজ ভয়ে কম্পিত নিরহ জনতা স্বাধীন বাংলার মাঠ!
এইসব কোন কিছুরই কথা ছিল না বিপ্লবের শ্লোগানে,
মুক্তির স্বপ্ন দেখিয়েছিলে তীব্রতর যোদ্ধার রক্ত বানে।
তুমি বদলাতে পারনি হে বিপ্লবী
বীর!একি মীরজাফরী?
হতে পারনি লক্ষ শহীদের অর্জিত পতাকার উত্তরসূরী।
সেই ফ্যাসিবাদের মন্ত্রেই রচেছো নব কবিতা স্বদেশে।
হয়েছো নতশির দোসর তন্ত্রে মন্ত্রে জাতির সর্বনাশে!!
বদলাতে পারনি হে বিপ্লবী
বীর!অনেক দুঃখ বুকে!
জনতা বুঝেনি তুমিও মুনাফেক এ বিপ্লবের সম্মুখে।
------------------------------------------------------
No comments:
Post a Comment