Wednesday, August 27, 2025

শুধু ব্যথাময়

 শুধু ব্যথাময়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
সেই সংস্কৃতি, সেই বন্ধন, আজ যেন শুধু স্মৃতি,
স্বদেশ আছে, নাই শুধু মনুষ্যত্বের আচার-নীতি।
প্রেমের তাগিদ নেই হৃদয় হতে হৃদয়ের স্পন্দনে,
আজ দূর থেকে দূরে ছুটেছে পরিচিত-প্রিয়জনে।

ক্ষমতা চাই, অর্থ চাই; এই যুদ্ধে প্রাণ ক্ষয় অফুরান,
কি এক আজব বিপ্লবে মেথেছে সভ্যতা রক্তবান।
ঘরে ঘরে সংঘাত, নব নব উগ্র অভিযান,
বিপুল শূন্যতায় বাঙালি সংস্কৃতি নাড়ী-ছেঁড়া টান।

লোভ-লালসা নিয়েছে পৃথিবীর কল্লোল,
সমাজে, রাষ্ট্রে, দ্বন্দ্বে বয়ে গেছে রক্তের উথরোল।
আজ সেই বাঙালির সংস্কৃতি, ঠাসা অন্ধকার ঘরে,
শূন্যতার রাজ্যে, জাতির মনুষ্যত্ব মৃত্যু দুয়ারে।

হে তারুণ্য, ফিরে এসো, স্বাধীন মাতৃকার প্রাণধারা,
কালো শক্তির পদচিহ্নে নয় পথহারা-সাহারা।
বীর যোদ্ধার রক্ত-মাংসে জাগো হে নব পরিচয়ে,
বল হে তুমি স্বাধীন, বল হে তুমি ধন্য পতাকা নিয়ে।

বিপুল সংঘাতে বাঙালি সংস্কৃতি, রক্তক্ষয়ী, যুদ্ধময়,
সেই সংস্কৃতি, সেই বন্ধন, আজ যেন শুধু ব্যথাময়।
আপনারে ক্ষয় করছে এই জাতি ধরণী,
স্বদেশ আছে, নাই শুধু সুরের অতুল্য বীণামাণি।
--------------------------------------------

No comments:

Post a Comment