নিষিদ্ধ হত্যা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বিনা কারণে হত্যা করো না হে মানব,
এ পাপের শিখরে মহান আল্লাহর গজব
প্রাণে দয়া রাখো, করুণার দীপ জ্বালাও,
অন্যায় রক্তে ভরা নয় জীবন, তা বাঁচাও।
কোরআন শোনায়, “একজন জীবন রক্ষা করো,”
একটি হত্যা মানে সব মানব ক্ষতিগ্রস্ত হলো।
রাসূল (সাঃ) বলেছেন, দয়া হল ঈমানের আলো,
হত্যা করো না হে মানব,ক্ষমাকে তুমি হ্যাঁ বলো।
রক্ত ফোঁটা ফোঁটা ঝরে যখন অন্যায়ের হাতে,
আসমান কাঁদে, ফেরেশতা কাঁদে একসাথে
শান্তি হারায়, জ্বলে অগ্নি নিত্যবার,
অন্যায়ের পথে যায় ধ্বংসের অজস্র বার।
যে প্রাণ রক্ষা করে, সে পায় জান্নাতের ঘর,
আল্লাহর নূর ছড়িয়ে দেয় দুনিয়ায় শান্তির ধর।
-------------------------------------
No comments:
Post a Comment