অমর রক্তে লেখা হয়
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
---------------------------------------------
যুগে
যুগে
বিপ্লবীরা জেগেছে
মহাস্রোত
উল্কা
সম
ধাবমান,
দগ্ধে
অগ্নি-তরঙ্গ,
তবু
কোথাও
ছলনায়
ভাঙে
নবজাত
রথ,
পাপের
বোঝা
ঢেকে
ফেলে
সত্য-দীপ সঙ্গ।
কখনো
ঝান্ডা
উড়ে
সর্বনাশের পথে,
কখনো
ঐক্য
ভেঙে
ছোবল
বিষাক্ত ঘায়,
রক্তাক্ত জীবন
ঝরে
অগ্নি-কেতনে রথে,
তবু
মৃত্যুকে তুচ্ছ
করে
সুখ
খুঁজে
যায়।
কিন্তু
যখন
ছলনার
ফাঁদে
পথ
ভ্রষ্ট
হয়,
মীরজাফরের মন্ত্রে জাগে
হিংস্র
রাজনীতি,
স্বাধীনতার বিজয়
তখন
স্বৈরাচার কয়,
ভয়তন্ত্রে ঢেকে
ফেলে
অরাজকতার গীতি।
তবু
নব-বিপ্লব ডাকে মুক্তির গান,
অমর
রক্তে
লেখা
হয়
ইতিহাস
মহান।
-----------------------------------------------
No comments:
Post a Comment