Friday, August 22, 2025

দৃঢ় কণ্ঠে বলি

 দৃঢ় কণ্ঠে বলি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
---------------------------------------------

দৃঢ় কণ্ঠে বলি তোমরা সত্য বল না কিছু,
বলে যাবো উন্নত মম শির মাথা হবে না নীচু।
তোমরা পরাজিত শক্তি দোসরের ভঙ্গিমায়,
আমরা একাত্তরের যাত্রীদল রক্ত ধমনী-বাহায়।

মাতৃকাকে করেছি স্বাধীন শত্রুকে আঘাত হানি,
আমরা ভীত হইনি কখনো -যাওনি সে কথা জানি?
বুকে বেঁধেছি মৃত্যুযজ্ঞ লাল-সবুজের সুখে,
এখনো প্রস্তুত আছি আমরা অগ্নিকুণ্ড বুকে।

হ্যাঁচকা টানে কল্লা ধরি করবো নীচু শির,
উত্তরসূরী মুক্তিযুদ্ধের নির্ভয় রক্ত-শির।
পারবি না তোরা, পারবি না গাইতে ভিন্ন সুরে,
এখনো বিনিদ্র জাতি স্বাধীনতা রক্ষার ঘোরে।

যদি আসে ডাক পারবি না পালাতে কাঁদিয়া,
অপমান সহ্য করবে না জাতি ঝরিবে অশ্রুজল নদিয়া।
দৃঢ় কণ্ঠে বলি তোমরা শত্রুর বংশধর,
বলে যাবো উন্নত মম শির তোমরাই দেশদ্রোহী পর।

আমরা বাঙালি আমরা বাংলাদেশী,
মুক্তিযুদ্ধের উত্তরসূরী স্বাধীন বাংলার দিশী।
উচ্ছ্বাসে গেয়ে ওঠে শহীদের অমর গান,
আমার সোনার বাংলা স্বাধীন বাংলায় প্রাণের প্রাণ।

-----------------------------------------------------

No comments:

Post a Comment